ময়মনসিংহে নাশকতা মামলায় রিমান্ডে রফিকুল মাদানী
শিশু বক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে ময়মনসিংহে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।
বুধবার (২১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুক হোসেন।
বিজ্ঞাপন
ওসি ফারুক হোসেন জানান, ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালের নামে ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাইপাস সড়কে বাসে আগুন, পুলিশের ওপর হামলাসহ নাশকতার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। এ মামলার এজাহারভুক্ত আসামি রফিকুল ইসলাম মাদানী।
তিনি জানান, বুধবার সকালে ভার্চুয়াল আদালতে ওই মামলার শুনানিতে কোতোয়ালি থানা পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল হাই তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উবায়দুল হক/এমএসআর/জেএস