বসন্ত উৎসবে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বসন্ত উৎসব চলাকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরসালিন ও পৌর শাখার সহ-সভাপতি মেহেদি হাসানের কর্মী-সমর্থকরা হঠাৎ করেই লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, পৌর শাখার সহ-সভাপতি মেহেদি হাসান কলেজ ছাত্রলীগের কেউ না, সে বহিরাগত। পূর্বশত্রুতার জের ধরে সে আমার কলেজের সেক্রেটারি মোরসালিনের ওপর হামলা করেছে। তার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করেছিল।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, আমি যতটুকু জানি এটা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ না। তাদের ব্যক্তিগত ঝামেলা থাকতে পারে। আমি আমার জেলা সভাপতির সঙ্গে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেব।
এ বিষয়ে জানতে চাইলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মুনিরুল ইসলাম ডলার মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, এটা বড় কোনো ঘটনা নয়। দুইজনের মাঝে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। কলেজ কর্তৃপক্ষ দুই পক্ষের সঙ্গে বসে সমঝোতা করে দিয়েছে।
গোমস্তাপুর থানা পুলিশের ওসি চৌধুরী জুবায়ের আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, এটা তেমন সংঘর্ষ না। অনুষ্ঠান শেষের দিকে দুই পক্ষের মধ্যে মারামারি মতো ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এমজেইউ