আ.লীগের টিকিটে সংসদে যেতে চান নাটোরের ১৬ নারী
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে নাটোর থেকে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন ১৬ জন। এতে জেলা মহিলা আওয়ামী লীগের শীর্ষ নেত্রীসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিও রয়েছেন। জেলা আওয়ামী লীগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
মনোনয়ন কেনা নারীরা হলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র ঊমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আঞ্জুমান আরা বেগম (পপি), জেলা পরিষদের সদস্য লাভলী ইয়াসমিন, বাগাতিপাড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, নাটোর জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য আঞ্জুয়ারা পারভীন (রত্না), বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহিদা খাতুন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী আছিয়া জয়নুল বেনু, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রাশিদা খাতুন, সামসিয়া আফরোজ লাবনী, নিলুফার ইয়াসমিন, সুলতানা পান্না, জাহানারা বেগম, পারুল আক্তার ও নাসিমা বানু লেখা। দলীয় সূত্রে জানা যায়, এসব প্রার্থীরা মনোনয়নের জন্য হাইকমান্ডে জোর তৎপরতা চালাচ্ছেন।
বিজ্ঞাপন
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নাটোর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি হচ্ছেন প্রয়াত সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতা পদকপ্রাপ্ত শংকর গোবিন্দ চৌধুরীর মেয়ে। ঊমা চৌধুরী জলির মা অনিমা চৌধুরী জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী। ঊমা চৌধুরীর স্বামী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী। জলি ২০১৫ সালে প্রথম এবং ২০২২ সালে দ্বিতীয়বারের মতো নাটোর পৌরসভার মেয়র নির্বাচিত হন। এ ছাড়া ঊমা চৌধুরী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য রত্না আহমেদ এবারও দলীয় টিকিটে সংসদে যেতে চান।
অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। মুক্তি নাটোর-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আব্দুল কুদ্দুসের মেয়ে। মুক্তি আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের বর্তমান সদস্য। মুক্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
আঞ্জুমান আরা বেগম (পপি) নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের অন্যতম একজন নেত্রী। ছাত্ররাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন এই নেত্রী। পপি বর্তমান জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
লাভলী ইয়াসমিন বর্তমান জেলা পরিষদের সদস্য। তার জন্মস্থান সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায়। লাভলী ইয়াসমিন সদর উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি ঢাকা পোস্টকে বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। দলের যেকোনো বিপর্যয়ে রাজপথে থেকে মোকাবিলা করেছি। মাননীয় নেত্রী বিচার-বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেবেন।
আরেক মনোনয়নপ্রত্যাশী বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা ঢাকা পোস্টকে বলেন, নারীদের নিয়ে বিস্তৃতভাবে কাজের সুযোগ পাওয়ার প্রত্যাশায় আমি সংরক্ষিত নারী সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বৃহৎ আকারে কাজ করার সুযোগ কম থাকায় সংসদ সদস্য হয়ে পুরো জেলার নারীদের উন্নয়নে কাজ করতে চাই। যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সেই দায়িত্ব প্রদান করেন তাহলে আমি প্রত্যাশা রাখি আমার সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করে যেতে পারব।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। যারা মনোনয়ন চেয়েছেন তাদের অনেকেই ত্যাগী ও নির্যাতিত পরিবারের সন্তান। যারা দলীয় সুযোগ-সুবিধা কম পেয়েছেন তাদেরকেই মাননীয় প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করবেন।
প্রসঙ্গত, গত ৬ থেকে ৮ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এক হাজার ৫৪৯টি মনোনয়ন ফরম বিক্রি হয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ৪৮টি।
গত ৬ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভায় সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১৪ মার্চ পর্যন্ত।
এমজেইউ