পরিবারকে হারিয়ে ফেলা শিশু মো. শামীম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় উদ্ধার হওয়া একটি শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় পুলিশ। কিন্তু শিশুটি তার পরিবারের ঠিকানা কোথায় তা জানে না। সে শুধু তার নাম জানিয়েছে মো. শামীম (৮) ও বাবার নাম বলছে মোতালেব। ঠিকানা বলতে না পারার কারণে শিশুটি বাড়ি ফিরতে পারছে না।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিশুটির পরিবারের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে নোয়াখালী জেলা পুলিশ। 

পোস্টে বলা হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার চরজব্বর থানা এলাকা থেকে অভিভাবকহীন একটি শিশু পাওয়া যায়। শিশুটির বয়স আনুমানিক (৮) বছর। তার নাম মো. শামীম। পিতা নাম মোতালেব। তারা বাসা পাগলার মোড়ের কথা সে বলতে পারলেও থানা কিংবা জেলার নাম বলতে পারছে না।

সে টাঙ্গাইল, গাজীপুর অথবা নারায়ণগঞ্জ এলাকার ভাষায় কথা বলে। তার মা এলেঙ্গা এলাকায় গার্মেন্টসে চাকরি করেন। ছেলেটির নানার বাড়ি কালিহাতী পালকি বাজার। শিশুটির প্রকৃত অভিভাবকের সন্ধান পাওয়া গেলে জানানোর জন্য অনুরোধ করা হলো। বর্তমানে শিশুটি চরজব্বর থানা, নোয়াখালীতে আছে। 

চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিকেলে ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের রেনু মিয়ার বাজার থেকে ৯৯৯ এ থানা পুলিশ ফোন পেয়ে শিশুকে হেফাজতে নেয়। 

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা চাই শিশুটি তার পরিবারের কাছে ফিরে যাক। তাই আমাদের নোয়াখালী জেলা পুলিশের ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন স্থানে যোগাযোগ করছি।

শিশুটির প্রকৃত ঠিকানা ও পরিবারের খোঁজ পেলে চরজব্বার থানার ডিউটি অফিসারের ০১৩২০-১১১১৬৮ মোবাইল ফোনে যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে।

হাসিব আল আমিন/এএএ