অনুপ্রবেশের চেষ্টা, ২ রোহিঙ্গা নারীকে ফেরত পাঠাল বিজিবি
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত কেন্দ্রে করে কক্সবাজারের টেকনাফের নাফ নদ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা দুই রোহিঙ্গা নারীকে ঢুকতে দেয়নি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এসময় ওই দুই নারীকে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি। এ নিয়ে দুই দিনে মোট চার রোহিঙ্গা নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠানো হলো।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলার হোয়াইক্যং লম্বাবিল পয়েন্ট দিয়ে তারা অনুপ্রবেশের চেষ্টা করেন।
বিষয়টি নিশ্চিত করেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি জানান, হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক দুই নারী বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এ সময় বিজবির সদস্যরা ওই দুই নারীকে দেখতে পেয়ে থামার জন্য নির্দেশ দেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ওই দুই নারী নিজেদের মিয়ানমারের নাগরিক পরিচয় দেন।
তিনি বলেন, এ নিয়ে দুই দিনে ৪ জন রোহিঙ্গা নাগরিক অনুপ্রবেশের চেষ্টা করেন। পরে তাদের পুশব্যাক করা হয়।
এমএসএ