৩৫ যাত্রী নিয়ে বাস খাদে, নিহত ২
পটুয়াখালীর গলাচিপায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা থেকে পটুয়াখালী যাওয়ার পথে বাদুরা বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- গজালিয়া ইউনিয়নের ইসাদি গ্রামের বাসিন্দা রুহুল আমিন হাওলাদারের ছেলে মো. রাহাত হাওলাদার (২০), গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামের বাসিন্দা মো. মনির কাজির ছেলে নিহত বেলাল (২২)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা থেকে আল কাইদ পরিবহনের একটি বাস ৩৫ জন যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় বাদুরা বাজার মোড় এলাকা অতিক্রমকালে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের বাস ও মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এছাড়া ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৫ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে। নিহতদের পরিবারদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
মাহমুদ হাসান রায়হান/আরএআর