গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি নিজ গাড়ি নিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করে।

ইজতেমা ময়দানে থেকে তাকে অভ্যর্থনা জানান তাবলিগের কাকরাইল মারকাজের শুরা সদস্য ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

মাওলানা সাদ সমর্থকদের বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, শুক্রবার আরও কয়েকজন ক্রিকেটার ও মিডিয়া জগতের তারকা দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় আসার কথা রয়েছে।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী পক্ষ মাওলানা জুবায়েরের অনুসারীরা ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি ইজতেমা করেন। চার দিন বিরতির পর মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি। 

শিহাব খান/আরএআর