নওগাঁ-২ আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালানোর অপরাধে নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান সরকারের প্রতিনিধি জহুরুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচান্দিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার।

সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেলে পাঠানো এক বার্তায় নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ধামইরহাটের চকচান্দিরা এলাকায় আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা চালানোয় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে তার নির্বাচনী প্রতিনিধি জহুরুল হককে ১৮ (১) বিধি মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ধামইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যান। এতে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। আসনটিতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমানে ওই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে ইঞ্জিনিয়ার আখতারুল আলম ও ঈগল প্রতীকে মেহেদী মাহমুদ রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরমান হোসেন রুমন/এমএএস