হালচাষ করে বাড়ি ফেরা হলো না রাজু-হালিমের
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় হালচাষ করে বাড়ি ফেরার পথে পাওয়ার টিলার উল্টে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের আব্বাস আলীর ছেলে রাজু আহমদ (২৬) ও হালিম উদ্দিন (১৫) চিরুরপাড় গ্রামের আব্দুর রহিম এর ছেলে।
গোয়াইনঘাট সালুটিকর থানা পুলিশের তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল দেব ঢাকা পোস্টকে জানান, সোমবার সকালে জমিতে হালচাষ করে বাড়ি ফেরার সময় পাওয়ার টিলারটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলারের চালক রাজু আহমদ মারা যান। পরবর্তীতে রাজুর সহকারী হালিম উদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
মাসুদ আহমদ রনি/এমজেইউ