টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকার ১৩ নং ব্রি‌জ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে ব‌্যাটা‌রিচা‌লিত অটোভ্যান চালক আব্দুস ছাত্তার (৩৫) এবং একই ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল মমিন (৩৬)। ম‌মিন ওই ভ‌্যা‌নের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়‌কের সল্লা এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহ‌নের একটি বাসকে অজ্ঞাতনামা আরেক‌টি গাড়ি চাপ দেওয়ার কার‌ণে হা‌নিফ পরিবহন নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোভ্যান চালক ও যাত্রী মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে এবং বাসটিকেও জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ  পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অভি‌জিৎ ঘোষ/আরএআর