জেলের জালে ৩০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ৩০ কেজি ওজনের একটি  বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে দৌলতদিয়া ঘাটের উজানে জেলে জয়নাল হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে। মাছটি ৪৮ হাজার টাকা বিক্রি হয়েছে। 

জেলে জয়নাল হালদার বলেন, সোমবার (১৯ এপ্রিল) মধ্যরাতে কয়েকজন সহযোগী নিয়ে পদ্মায় মাছ ধরতে যাই। সেখানে অনেক সময় ধরে জাল ফেলে বসে থাকি। সকালে মন খারাপ করে যখন জাল তুলতে থাকি, ঠিক তখনই জালে জোরে একটি ধাক্কা লাগে। বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। কিছু সময় নিয়ে জাল তুলে দেখি বড় একটি কাতল মাছ। এত বড় মাছ পেয়ে আমরা সবাই খুশি।

তিনি আরও বলেন, কাতল মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মোল্লার আড়তে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেলে ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৬শ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন। এ সময় মাছটি একনজর দেখতে স্থানীয় জনতা ফেরিঘাটে ভিড় করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি উন্মুক্ত স্থানে নিলামে উঠলে আমি ১৬শ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার টাকায় ক্রয় করি। এখন মাছটি ১৭শ টাকা কেজি দরে বিক্রি করবো বলে বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছি। ভালো দাম পেলে বিক্রি করে দিবো।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, বর্তমানে দৌলতদিয়া ঘাটের পদ্মা ও যমুনার মোহনায় জেলেদের জালে এখন প্রায়ই বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এখনও বড় আকৃতির মাছ পদ্মা থেকে হারিয়ে যায়নি। এটা খুবই খুশির খবর।

মীর সামসুজ্জামান/আরএআর