আ.লীগ জনগণের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা বলছে আমরা নাকি ভারত-রাশিয়া-চীনের সরকার। কিন্তু না, আমরা জনগণের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার। এ দেশের মানুষ কর্তৃক নির্বাচিত সরকার।
তিনি আরও বলেন, আমাদের সঙ্গে ভারত, রাশিয়া ও চীনের যেমন ভালো সর্ম্পক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সঙ্গেও আমাদের ভালো সম্পর্ক। তাই বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।
বিজ্ঞাপন
রোববার (২৮ জানুয়ারি) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা (বিএনপি) এখন কালো পতাকা মিছিল করেন, কিন্তু আপনাদের তো জনগণ অনেক আগেই কালো পতাকা দেখিয়েছে। জনগণ বিএনপিকে নির্বাচনের মাধ্যমে কালো পতাকা দেখিয়েছে। আর বিদেশিদের কাছে ধরনা দিয়েছিল, কোনো লাভ হয়নি। বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে।
নির্বাচনে অংশ না নিয়ে বিএনপির অনেক নেতা হতাশ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতাদের সঙ্গে তো আমাদের সামাজিক অনুষ্ঠান, রেলস্টেশন, এয়ারপোর্টে দেখা হয়। তখন বলি ভাই কি ঘটনা? তখন তারা বলে উনি সব শেষ করেছে। উনি কে, উনি হচ্ছেন তারেক রহমান। তারেক জিয়া বিএনপিকে ধ্বংস করেছে। এখন বিএনপির মধ্যে চরম হতাশা। তারা বলে নির্বাচন করলেই ভালো হত।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকের সঞ্চালনায় ও সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যকরী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও শাহাবুদ্দিন ফরাজীসহ রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলায় ছয় হাজার পাঁচ শ কম্বল বিতরণ করা হয়।
শরিফুল ইসলাম/এমজেইউ