বাড়ির ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু
যশোরের মনিরামপুরে তিন তলা বাড়ির ছাদ থেকে পড়ে হারাধন কুন্ডু (৬৪) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) ভোরে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারাধন কুন্ডু ওই গ্রামের তারাপদ কুন্ডুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারাধন কুন্ডু সাত বছর আগে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদ থেকে অবসরে যান। তার স্ত্রীর মৃত্যুর পর গ্রামের বাড়ি ভবানীপুর একাকী বসবাস করতেন। বছর তিনেক আগে হারাধন ব্রেন স্ট্রোক করেছিলেন। প্রতিদিন ভোরে বাড়ির ছাদে হাঁটা হাঁটি করেন হারাধন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির ছাদে হাঁটাহাঁটি করতে গেলে পা পিছলে ছাদ থেকে পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
মনিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মল্লিক বলেন, তিন তলা বাড়ির ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হারাধন কুন্ডুর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ্যান্টনি দাস অপু/আরএআর