ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রোগীর চাপ বেড়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। এ ইউনিটে আইসিইউ বেডের সংখ্যা ১০টি। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এতে বেশ ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। 

বিষয়টি মাথায় নিয়ে এবার আরও তিনটি আইসিইউ বেড বাড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে সেখানে করোনা রোগীদের জন্য আইসিইউ বেড সংখ্যা ১৩ টি হলো। 

সোমবার (১৯ এপ্রিল) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, প্রতিনিয়ত করোনা রোগী বাড়ার কারণে এখানকার ১০টি আইসিইউ বেডই পূর্ণ থাকে। রোগীদের সুচিকিৎসার কথা চিন্তা করে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে তিনটি বেড যুক্ত করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। যাতে করে আমাদের কিছুটা হলেও সক্ষমতা বাড়ে।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ২১০টি সাধারণ বেডের বিপরীতে বর্তমানে করোনা পজিটিভ ও সন্দেহভাজন মিলে রোগী ভর্তি রয়েছেন ১৪৫ জন। অন্যদিকে নতুন যুক্ত হওয়া তিনটিসহ ১৩ আইসিইউ বেডের মধ্যে ১১টিতে করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, সোমবার মমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ময়মনসিংহ জেলার আটজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদরের পাঁচজন এবং ভালুকা, গফরগাঁও ও নান্দাইলের একজন করে রয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪২৬ জন এবং মারা গেছেন ৬৭ জন।

উবায়দুল হক/এএম/জেএস