ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, হজের চূড়ান্ত সময় বাড়ানো নিয়ে সৌদি সরকারের সঙ্গে আলাপ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে জামালপুর জেলা আওয়ামী লীগের বকুল তলা কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, ১৮ জানুয়ারি হজের চূড়ান্ত নিবন্ধনের সময় শেষ হয়েছে। সার্ভার জটিলতাসহ নানা কারণে এখনো প্রায় ৭৪ হাজার মুসুল্লি নিবন্ধন করতে পারেনি। নিবন্ধনের জন্য নতুন করে সময় বাড়ানো হবে কি না? জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেছেন, বাংলাদেশের মানুষ অলসতা করতে করতে এমন পর্যায়ে যায় যখন আর সময় থাকে না।

একই সময় তিনি বলেন, ইতিমধ্যে আমরা সৌদি সরকারের সঙ্গে কথা বলেছি। যদি তারা সময় পরিবর্তনের জন্য দুই-চার দিনের জন্য সুযোগ দেয় আমরাও সময় বাড়ানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।

হজ নিয়ে কথা বলার সময় ধর্মমন্ত্রী হজ এজেন্সির মালিকদের দোষারোপ করে বলেন, এবারই প্রথম না প্রতিবছরই বাংলাদেশের এজেন্সি মালিকরা এই (সময় বিলম্বিত) কাজটি করে থাকেন। যে কারণে আমরা এই পলিসি বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। 

রকিব হাসান নয়ন/এএএ