বরিশালের উজিরপুরে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধা চানবরু বেগম (৮০) মারা গেছেন। রোববার (২১ জানুয়ারি) রাতে উপজেলার গুঠিয়া ইউনিয়নের নিত্যানন্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিত্যানন্দি গ্রামের চানবরুর স্বামীর মৃত্যুর পর বসতঘরে একাই বসবাস করতেন তিনি। রোববার রাতে তাওয়ার (ছোট পাত্র) মধ্যে কয়লার আগুন রেখে আগুন পোহান তিনি। একপর্যায়ে আগুন না নিভিয়েই তিনি ঘুমিয়ে পড়লে সেই আগুন থেকে বসতঘরের কাঠ ও টিনে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাতেই আহত চানবারুকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন পোহানোর আগুন থেকেই ঘরে আগুন লেগে দগ্ধ হন চানবরু। তাতেই তার মৃত্যু হয়েছে।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ