নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোরি পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বাসই পুরোপুরি পুড়ে গেছে। রোববার (২১ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসের হেলপার তুহিন সামান্য দগ্ধ হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা ইউনিয়নের বলায়া এলাকায় ভোর ৫টার দিকে গ্লোরি পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-২৯৪৩ ও ঢাকা মেট্রো-ব-১৫-০৪১৬ এর দুটি বাসে আগুন জ্বলতে দেখতে পেয়ে এলাকবাসী দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিস আসার আগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। টহল পুলিশের এএসআই উত্তম কুমারের সহযোগিতায় পাশে থাকা আরও ১৮টি গাড়ি সরিয়ে নিতে সক্ষম হন। 

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। খবর পেয়ে টহলরত পুলিশের এএসআই উত্তম কুমারকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের সহযোগিতায় ১৮টি গাড়ি সরিয়ে নেওয়া হয়। গাড়িতে থাকা হেলপার তুহিন কিছুটা দগ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি কয়েলের আগুন থেকে এ ঘটনা ঘটেছে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মশার কয়েল থেকে নাকি অন্যকিছু থেকে আগুন লেগেছে, তা তদন্ত শেষে জানা যাবে।   

এমএএস