শিক্ষক চিত্তরঞ্জন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

খুলনার শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন হত্যা ও ডাকাতি মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাজু মুন্সিকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২১ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৬ খুলনা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাষক চিত্তরঞ্জন কেএমপি খুলনা সদর থানাধীন আমতলা মোড়ে সপরিবারে বসবাস করতেন। ২০১৭ সালের ১৪ জানুয়ারি রাতে ডাকাতির উদ্দেশ্যে বাসার জানালার গ্রিল কেটে ডাকাতরা ভেতরে প্রবেশ করে। এ সময় চিত্তরঞ্জন বাধা দিলে ডাকাতরা তার হাত-পা ও মুখ বেঁধে হত্যা করে খাটের ওপর মরদেহ ফেলে রাখে। পরে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনায় কেএমপি খুলনা সদর থানায় চিত্তরঞ্জনের ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২১ সালের ১১ মার্চ খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত রাজু মুন্সি ও তুহিন গাজী নামের আরেক আসামিকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার সময় তুহিন গাজী আদালতে উপস্থিত থাকলেও রাজু মুন্সি পলাতক ছিলেন। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে পলাতক আসামি ঢাকার আশুলিয়া থানা এলাকায় অবস্থান করছে। গতকাল শনিবার আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে রাজু মুন্সিকে গ্রেপ্তার করা হয়। তাকে কেএমপি খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মোহাম্মদ মিলন/এমজেইউ