নওগাঁয় দিনব্যাপী মজুতবিরোধী অভিযান চালিয়ে ৩ জন ধান ব্যবসায়ী ও দুইজন মিলারকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৭ জানুয়ারি) জেলার নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ ঢাকা পোস্টকে বলেন, ধান-চালের অবৈধ মজুতের বিরুদ্ধে বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাওতাঁরা বাজার এলাকার একটি ধানের গুদামে লাইসেন্সবিহীন ধান মজুতের দায়ে ব্যবসায়ী মোর্শেদ আলমকে ১ লাখ টাকা টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ গোডাউনটি সিলগালা করা হয়েছে। এ ছাড়া গাবতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে নির্ধারিত সীমার অতিরিক্ত ধান মজুত করায় আবু বক্কর নামে এক ধান ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা, একই অপরাধে মাহমুদুল্লাহ নামে আরেক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহাগ ঢাকা পোস্টকে বলেন, বিকেলে বিভিন্ন চালকলে মজুত বিরোধী অভিযান চলাকালে থ্রি স্টার রাইস মিলে বেশ কিছু অসংগতি পাওয়া যায়। চাল কেনাবেচার রসিদ না থাকায় থ্রি স্টার রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাসলিমা রাইস মিলে অতিরিক্ত ধান মজুত পাওয়া যায়। এ অপরাধে তাসলিমা রাইস মিলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, বুধবার দিনব্যাপী মজুতবিরোধী অভিযানে ৫ জনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মজুতকৃত এসব ধান-চাল সঠিকভাবে খোলাবাজারে বিক্রি নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি), কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং একজন উপ পরিদর্শকের (এসআই) সমন্বয়ে টিম গঠন করে দেওয়া হয়েছে। তারা বিষয়টি তদারকি করবে। বৃহস্পতিবার একইভাবে দিনব্যাপী মজুতবিরোধী এই অভিযান চলবে।

আরমান হোসেন রুমন/এএএ