নুরু মিয়াকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করে ছাত্রলীগ

অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্ট.কমে সংবাদ প্রকাশের পর নুরু মিয়ার পাশে এসে দাঁড়িয়েছে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা ছাত্রলীগ। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান।

রোববার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় জয়ন্তী নদীর পাড়ে নুরু মিয়াকে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও তার মায়ের জন্য কাপড় দিয়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে শুক্রবার (৯ এপ্রিল) ‘১৩ বছর নৌকায় বসবাস মা-ছেলের’ শিরোনামে ঢাকাপোস্ট.কমে সংবাদ প্রকাশিত হয়।

এনামুল হক ইমরান বলেন, ঢাকা পোস্টের সংবাদ প্রকাশের পর আমি জানতে পারি মা পাগল এই নুরু মিয়ার কথা। নুরু মিয়াকে দেখতাম বাজারের বিভিন্ন জায়গায় নদীর মাছ ধরে বিক্রি করতে। কিন্তু তার মধ্যে যে মা ভক্তি লুকিয়ে আছে, তা আমার জানা ছিল না।

তিনি আরো বলেন, আমরা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নুরু মিয়াকে খাদ্যসামগ্রী ও তার মাকে কাপড় দিয়েছি। আশা করছি সামনে এই ধারাবাহিকতা বজায় থাকবে। ছাত্রলীগ সবসময় অসহায়দের পাশে দাঁড়ায়। তাদের সহযোগিতা করে।

নুরু মিয়া বলেন, ‘আপনার মাধ্যমে যে সংবাদটি প্রকাশ হয়েছে, এতে করে আমি নিজেই অবাক। বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দেওয়া হচ্ছে। আমার খবর নিচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বেপারী, কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসাইন সবুজ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জীবন সরদার, ছাত্রলীগ নেতা সীমান্ত হাসান প্রিয়, হৃদয় বেপারী, হাসান নিশাদসহ প্রমুখ।

সৈয়দ মেহেদী হাসান/এমএসআর