চিকিৎসার পরেও সেই হরিণটিকে বাঁচানো গেল না
বরগুনার পাথরঘাটায় নদীতে ভাসতে থাকা আহত হরিণ উদ্ধার করে চিকিৎসা নিশ্চিত করলেও বনে অবমুক্তের তিনদিন পর মারা গেছে সেই হরিণটি।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটার হরিণঘাটা বন থেকে হরিণটির মরদেহ উদ্ধার করেন পাথারঘাটা বন বিভাগের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছে পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ।
বিজ্ঞাপন
এর আগে গত মঙ্গলবার ৯ জানুয়ারি বিকেলে হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বিষখালী নদী থাকে আহত অবস্থায় ভাসমান ওই হরিণটিকে উদ্ধার করেন পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড। পরে হরিণটিকে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরপর হরিণটি সুস্থ করতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা শুরু করেন পাথরঘাটা বন বিভাগ।
হরিণটির শারীরিক অবস্থার উন্নতি হলে গত শুক্রবার ১২ জানুয়ারি দুপুরের দিকে উপজেলার হরিণঘাটা ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, বন থেকে মৃত হরিণটিকে উদ্ধার করে পাথরঘাটা প্রাণিসম্পদ অধিদপ্তরের নেওয়া হয়। পরে সেখান থেকে পোস্টমর্টেম শেষে হরিণটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।
মো. আব্দুল আলীম/এএএ