স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলায় আহত এমারতের মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলায় গুরুতর আহত এমারত সরদার (৪০) মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে ঢাকার প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত এমারতের ছেলে অহীদ সরকার জানান, গত সোমবার সকালে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে একটি বিজয় মিছিল বের করা হয়। কালিগঞ্জ বাজার থেকে ফাসিয়াতলা বাজারের যাওয়ার পথে আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদ পারভেজের লোকজান মিছিলটিতে অতর্কিত হামলা চালায়। এতে আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে এমারত সরদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে থেকে বৃহস্পতিবার সকালে ঢাকার প্রাইম হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে বোমা মেরে হত্যা করা হয়েছে। আমি দোষীদের গ্রেপ্তার ও বিচার চাই।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
আরএআর