দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে শপথ গ্রহণের পর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় ব্যারিস্টার সুমন বলেন, গতকাল সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছি। আজ এসেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। আমি সব সময় দাবি করি, আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমি উনার আদর্শকে ধারণ ও বহন করি। তাই আমার কাছে মনে হয়েছে আমি তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কাজ শুরু করি। এটার অনুভূতিটা অন্যরকম। আগেও বেশ কয়েকবার এখানে এসেছি। আজ এমপি হিসেবে প্রথম আসলাম। বঙ্গবন্ধু যে সোনার বাংলা আমাদের দিয়ে গেছেন তা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবে রূপান্তরিত করতে চাই।

তিনি আরও বলেন, আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি সেখানে পুরো সময়টা চমক থাকবে। আমার এলাকার নদীর ময়লা পরিষ্কারের মাধ্যমে শুরু হবে আমার প্রথম কাজ। প্রথমে আমাকে কিছুদিন ময়লা পরিষ্কার করতে হবে, তারপর অন্যান্য পরিবর্তন আনব।

ব্যারিস্টার সুমন বলেন, আপনারা জানেন আমার একটা ফুটবল একাডেমি আছে। নির্বাচনের জন্য বেশ কিছুদিন তা বন্ধ ছিল। আশা করি কিছুদিনের মধ্যে আবারও শুরু করবো। আর এই ফুটবলটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। বাফুফেকে যতটা প্রেসারে রাখা যায় আমি রাখতে চাই। আমি ফুটবল নিয়ে সংসদে কথা বলতে চাই। কারণ বাংলাদেশের বাচ্চাদের আপনি ফুটবল মাঠে নিয়ে না গেলে আপনি তাদেরকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পারবেন না। এ জন্য ফুটবলটা খুব গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি আরও বলেন, আমি কথা দিয়েছি যে আমি আমার এলাকায় এক শ ফুটবল একাডেমি বানাব, আর আমি সেটা করে দেখাব। আমি দেখাতে চাই, একজন এমপি চাইলে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে।

প্রসঙ্গত, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট এবং মাধবপুর উপজেলা) আসনে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিপুল ভোটে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী প্রতিমন্ত্রী মাহবুব আলীকে পরাজিত করেন। ঈগল প্রতীক নিয়ে ব্যারিস্টার সুমন পান ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলী নৌকা প্রতীক নিয়ে পান ৬৯ হাজার ৫৪৩ ভোট।

এমজেইউ