বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জের বেলকুচিতে বিভিন্ন পত্রিকার এজেন্ট দৌলত মন্ডল ও তার ছেলেকে মারধর ও তাদের এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে বেলকুচি থানায় দৌলত মন্ডলের ছেলে মোমিন মন্ডল বাদী হয়ে মামলাটি করেন। এর আগে সকালে দৌলত মন্ডল মামলা করতে গেলে তা জিডি হিসেবে নথিভুক্ত করে পুলিশ।
বিজ্ঞাপন
মামলার এজাহার সূত্রে জানা যায়, দৌলত মন্ডলের বড় ছেলে ব্যবসায়ী মোমিন মন্ডল এবং ছোট ছেলে নাবিন মন্ডল সিরাজগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থক ছিলেন। কিন্তু নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল মমিন মন্ডল এমপি বিজয়ী হওয়ার পর দিন সোমবার (৮ জানুয়ারি) নাবিন মন্ডলকে প্রাণনাশের হুমকি দেন ভাইস চেয়ারম্যান ইউসুফ ও তার সহযোগীরা।
এরপর মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় বেলকুচি আদালতপাড়ায় পত্রিকা বিক্রির সময় দৌলত মন্ডলকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেন তিনি। এর কিছুক্ষণ পর চালার কুদ্দুর কোয়ার্টার এলাকার ভাড়া বাড়িতে গিয়ে দৌলত মন্ডল ও বড় ছেলে মোমিন মন্ডলকে পরিবার ও প্রতিবেশীর সামনেই মারধর করেন তারা।
বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী অভিযোগ অস্বীকার করে ঢাকা পোস্টকে বলেন, এসব সত্য নয়, বরং দৌলত মন্ডলের ছেলে মোমিন মন্ডল ও নাবিন মন্ডলই আমার ছেলেকে মারধর করেছে। আর আমি তাদের মারতে বা হুমকি দিতে যাব এটা হতে পারে নাকি? তারা মিথ্যা অভিযোগ করছেন।
এ ব্যাপারে বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, প্রথমে মামলার বাদীর বাবা দৌলত মন্ডল যে অভিযোগ দিয়েছেন সেটা যেহেতু ধর্তব্য অপরাধ না তাই সেটা সাধারণ ডায়েরি (জিডি) আকারে এন্ট্রি করা হয়েছে। এবং সেটা প্রসিকিউশনের (তদন্তের অনুমতি) জন্য আদালতে পাঠানো হয়েছে। এবং পরে বাদী মোমিন মন্ডল যে লিখিত এজাহার দিয়েছেন সেটা ধর্তব্য অপরাধ, তাই সেই অনুযায়ী মামলা হয়েছে। এখন মামলার তদন্ত চলছে।
শুভ কুমার ঘোষ/এমএএস