জামালপুরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদরের কোজগড়ে উদ্ধার হওয়া জায়গা থেকে ৫০ মিটার দূরত্বে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় দুই কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঘাটাইল সেনানিবাস ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করেছেন ক্যাপ্টেন মোহতাসিম।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেনাজ ফেরদৌস বলেন, মর্টার শেলটি সেনাবাহিনী বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে। তবে এই শেলটি কীভাবে এখানে এলো তা তদন্ত করে জানানো হবে।

রকিব হাসান নয়ন/এমজেইউ