খাগড়াছড়িতে জামানত হারালেন চারজনের তিনজনই
সদ্য অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ নম্বর সংসদীয় আসন খাগড়াছড়ি থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন চারজন প্রার্থী। এর মধ্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ২০ হাজার ৮১৬ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নির্বাচন বিধি অনুযায়ী কাস্ট হওয়া ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পাননি নির্বাচনে অংশ নেওয়া বাকি ৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
বিজ্ঞাপন
ফলাফলে দেখা গেছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া মিথিলা রওয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী উশ্যৈপ্রু মারমা সোনালী আঁশ প্রতীক ৯ হাজার ৫২৬ ভোট এবং আম প্রতীক ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তফা পেয়েছেন ৮ হাজার ৪৫৬ ভোট।
আরও পড়ুন
ফলে জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি এবং ন্যাশনাল পিপলস পার্টির এই তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
এ আসনটিতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৩৬ ভোট।
মো. শাহজাহান/পিএইচ