ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হককে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। এ আসনের ১৫৪টি কেন্দ্রের ফলাফলে এ কে আজাদ পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট।যেখানে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট। ৬৯ হাজার ৯ ভোটের ব্যবধানে  সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ কে আজাদ। 

জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল আহসান তালুকদার ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আসনটিতে ১৫৪ কেন্দ্রের মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৮২৪, বাতিল ভোট ২ হাজার ২০০, সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ১৩ হাজার ২৪। আর প্রদত্ত ভোটের শতকরা হার ৫২ দশমিক ৬৯ শতাংশ।

এ আসনে এ দুজন ছাড়া আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন এম. এ.মুঈদ হোসেন (বাংলাদেশ কংগ্রেস), এস. এম. ইয়াহিয়া (জাতীয় পার্টি) ও মো. দেলোয়ার হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), গোলাম রব্বানী খান (বিএনএম)।

জহির হোসেন/পিএইচ