টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত শিক্ষামন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো বেসরকারিভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে পাওয়া বেসরকারি ফল অনুযায়ী আসনের ১৬৫টি কেন্দ্রে দীপু মনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬৬ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া (ঈগল) পেয়েছেন ২৪ হাজার ১৯৭ ভোট। এ হিসেবে ৮৩ হাজার ৯৬৯ ভোটে ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়াকে পরাজিত করেছেন।
বিজ্ঞাপন
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের আলহাজ্ব ডা. দীপু মনি (নৌকা), স্বতন্ত্র ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল), মো. রেদওয়ান খান (ট্রাক), জাতীয় পার্টির মো. মহসীন খান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন (মোমবাতি), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান পেয়েছেন (ফুলের মালা) ও জাকের পার্টির মো. কাওছার মোল্লা (গোলাপ ফুল)।
আরও পড়ুন
এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৮৯৩ জন। নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। একটি পৌরসভা, ২ টি উপজেলা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন।
আনোয়ারুল হক/পিইএচ