সাংবাদিক আসার খবরে বড় করা হলো ভোটারদের লাইন
ঠাকুরগাঁও সদর উপজেলায় সাংবাদিক আসার খবর শুনে ভোট দিয়ে বের হয়ে যাওয়া ভোটারসহ— আশপাশের মানুষদের ডেকে এনে লাইনে দাঁড় করানোর অভিযোগ উঠেছে।
রোববার (৭ জানুয়ারি) সদর উপজেলার আখানগর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা যায়, ওই কেন্দ্রে সাংবাদিকরা যাচ্ছেন এমন তথ্য জানার পর— ভোটারের সংখ্যা বেশি দেখাতে আশেপাশের মানুষ ডেকে এনে লাইনে দাঁড় করানো হয়। এরমধ্যে অনেকে ভোট দেওয়ার পরও আবার লাইনে দাঁড়ান।
ভোট দেয়ার পরেও কেন লাইনে দাঁড়িয়েছেন? এমন প্রশ্নে ওই কেন্দ্রে আগেই ভোট দেওয়া আরতী রানী, ভাগ্য রানী,রাধিকা রানী,ছায়া রানীসহ একাধিক ভোটার জানান,তাদের ভোট দেওয়া শেষ হলে সাংবাদিক আসার খবর শুনে তাদের আবার ডেকে এনে লাইনে দাঁড় করানো হয়। মূলত বেশি মানুষ ভোট দিচ্ছেন এমন চিত্র দেখানোর জন্য এমনটি করা হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রনজিৎ বর্মন বলেন,‘ডিসিপ্লিন (শৃঙ্খলা) ঠিক রাখতে তাদের লাইনে রাখা হয়েছে। কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১০ শতাংশ ভোট কাস্ট হয়। এ কেন্দ্রে পুরুষ ও নারী মিলে ২৫৬৮জন ভোটার রয়েছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও, বেশ কয়েকটি ভোট কেন্দ্রে শুধুমাত্র নৌকা প্রার্থীর পোলিং এজেন্টদের দেখা যায়। অন্য প্রার্থীদের পোলিং এজেন্ট বা কর্মীদের দেখা পাওয়া যায়নি।
আরিফ হাসান/এমটিআই