পঞ্চগড়ে নাতিকে নিয়ে ভোট দিলেন ১১৮ বছরের বৃদ্ধা
পঞ্চগড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রহিমা বেওয়া নামের ১১৮ বছর বয়সী এক বৃদ্ধা।
রোববার (৭ জানুয়ারি) সকালে নাতি বিপ্লবকে সাথে নিয়ে পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। বৃদ্ধা রহিমা পঞ্চগড় পৌরসভার রামের ডাংগা এলাকার মৃত নজিরউদ্দিনের স্ত্রী।
বিজ্ঞাপন
নাতী বিপ্লব জানায়, দাদির অনেক বয়স হয়েছে। কিন্তু গতকাল থেকেই ভোট দিবেন বলে আকুতি জানাচ্ছিলেন। তার আকুতি দেখে ভোট কেন্দ্রে নিয়ে আসি। বয়সের ভারে দাদি খুড়িয়ে খুড়িয়ে হেটে কেন্দ্রে প্রবেশ করেন। প্রিজাইডিং অফিসারদের সহযোগিতায় তিনি নিজের পছন্দের মার্কায় ভোট দেন। এতে দাদি খুব আনন্দিত হয়েছেন। আমারও খুব ভালো লাগছে যে দাদী ভোট দিতে পেরেছেন।
ভোট কেন্দ্রে সঙ্গে আসা রহিমা বেওয়ার মেয়ে ও তার ছেলের বউ জানায়, গতকাল থেকেই তিনি ভোট দিবেন বলে বারবার বলে আসছিলেন। তার বয়স ১১৮ বছর। তিনি শারীরিকভাবে অসুস্থ। এজন্য আমরা তার সঙ্গে এসেছি। ভোট দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য। তিনি ভোট দিতে পেরেছেন দেখে আমাদেরও খুব ভালো লাগছে।
ভোট কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা আহসানুর রহমান শাহ বলেন, ১১৮ বছর বয়সে ভোট দিতে আসার বিষয়টি বিরল। রহিমা বেগম তার নাতির সঙ্গে কেন্দ্রে এলে আমরা তাকে দ্রুত ভোটদানে সহযোগিতা করেছি।
এসকে দোয়েল/এনটি