নিজ কেন্দ্রে ভোট দিলেন স্থানীয় সরকার মন্ত্রী
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সপরিবারে ভোট দিয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নিজ ভোটকেন্দ্র লাকসাম এ মালেক ইন্সটিটিউট (রেলওয়ে উচ্চ বিদ্যালয়) কেন্দ্রে ভোট দেন মন্ত্রী। লাকসাম পৌরসভার ওই কেন্দ্রের পাইকপাড়া বুথে প্রবেশ করেন।
বিজ্ঞাপন
ভোট প্রদানের পর তিনি সাংবাদিকদের বলেন, ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার পরিবর্তন হয়। যেসব দেশে সুষ্ঠু ভোট হয়, তারা অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। আর যেখানে ভোট হয় না তারা সবদিকে পিছিয়ে পড়ে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, নৌকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক- তাই দেশের মানুষ উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি।
আরিফ আজগর/এমএএস