কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নরসিংদী-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী রফিকুল আলম সেলিম।

রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে পলাশ উপজেলায় চরসিন্দুরের দলীয় কার্যালয়ে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

ভোট বর্জনের ঘোষণার পর দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকা পোস্টকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন রফিকুল আলম।

এ সময় তিনি বলেন, ‘সকল প্রিজাইডিং অফিসারগণ নৌকার লোকজন নিয়ে নিজেরাই ভোট মারছে। আমি আট-নয়টা সেন্টার ঘুরেছি সবগুলো একই অবস্থা। এ ছাড়া, আমার সকল এজেন্টগুলা একই কথা বলছে। এখন তো আর রক্ষা নাই। সকালবেলা সাধারণ ভোটাররা ভোট দিতে গেছে, যখন শুনলো এ অবস্থা তখন আর কেউ ভোট দিতে যায় না।’

তন্ময় সাহা/এমজে