বগুড়ায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের ধাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। তবে ঘটনায় কেউ আহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ধাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বেলাল হোসেন। তিনি বলেন, সকাল ১০টায় দুর্বৃত্তরা কেন্দ্রের দিকে দুইটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটির বিস্ফোরণ ঘটে। অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি।
প্রিজাইডিং কর্মকর্তা আরও বলেন, ঘটনার পরপর পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে একটি টহল টিম এসে অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে। বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত আছে।
বিজ্ঞাপন
তবে ককটেল বিস্ফোরণের ঘটনা অস্বীকার করেন বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ। তিনি বলেন, এরকম খবর পাওয়ার পর পুুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু ঘটনার সত্যতা পাওয়া যায়নি। পুলিশের টহল বাড়ানো হয়েছে।
আসাফ-উদ-দৌলা নিওন/আরকে