লক্ষ্মীপুর-৩
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার সমর্থকদের হামলা
লক্ষ্মীপুরে প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে অস্থায়ী ক্যাম্প স্থাপন নিয়ে নৌকা ও ট্রাক প্রতীকের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
এ সময় নৌকার কর্মীদের হামলায় ট্রাক প্রতীকের কেন্দ্র কমিটির সদস্য মাসুদ আলম ও আবুল কালাম আজাদ নামে দুইজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
আহত মাসুদ চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও আজাদ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। তারা ট্রাক প্রতীকের প্রার্থী ও রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ সাত্তারের সমর্থক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পাশে নৌকা ও ট্রাকের কর্মীরা পৃথক অস্থায়ী ক্যাম্প স্থাপন করতে যায়। এ সময় ক্যাম্প স্থাপনে নৌকার লোকজন ট্রাকের কর্মীদের বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার কিছুক্ষণ পর ফের ক্যাম্প স্থাপন করতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে ট্রাকের কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ট্রাকের কর্মী আওয়ামী লীগ নেতা মাসুদ ও আজাদকে পিটিয়ে আহত করা হয়। মাসুদের ডান হাতে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তারা স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
ঘটনাটি নিয়ে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রিংকুর সঙ্গে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি।
এ ব্যাপারে বক্তব্য জানতে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলামকে একাধিকবার কল দিয়েও তারা ধরেননি।
হাসান মাহমুদ শাকিল/এএএ