ফেনীতে ভোটকেন্দ্রে পেট্রল বোমা নিক্ষেপ
ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের দশআনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রের অফিস কক্ষে পেট্রল বোমা নিক্ষেপের পর প্রিসাইডিং অফিসারসহ উপস্থিত সকলে মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাগনভূঞা-সোনাগাজী সার্কেল) তাসলিম হোসাইন।
বিজ্ঞাপন
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, কে বা কারা কেন্দ্রের অফিস কক্ষে পেট্রল বোমা নিক্ষেপ করে। বিষয়টি টের পেয়ে দ্রুত আমরা আগুন নিভিয়েছি। এতে নির্বাচনী কোনো সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি।
কেন্দ্রে দায়িত্বরত সোনাগাজী মডেল থানার এএসআই মো. আবুল খায়ের ঢাকা পোস্টকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের ভবনের বাইরে থেকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। নির্বাচনী কোনো সরঞ্জামের ক্ষতি হয়নি। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
তারেক চৌধুরী/এএএ