খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) গাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়েছে। হরতাল সমর্থনে পিকেটিংকারীরা গাড়ি থামিয়ে ভাঙচুর চালায়।
 
শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা যাওয়ার পথে সুপারি বাগান নামকস্থানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  জোনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা করে। ১০-১২ জন পিকেটার গাড়ির গতিরোধ করে গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নির্বাচনের কাজে দীঘিনালা যাচ্ছিলেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা দিয়ে তাকে উপজেলায় নিয়ে এসেছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক আছে।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনা শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরকে