গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলীর অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলা মুলাইদ গ্রামের শফিক মোড়ের নৌকার অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় তারা।

তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন রানা বলেন, তফসিল ঘোষণার পরপরই মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী কার্যক্রম ওই অস্থায়ী ক্যাম্প থেকে পরিচালনা করা হতো। ভোটের দিন এ অফিস থেকেই ভোটারদের ভোটার নম্বরসহ অন্যান্য কার্যক্রমের জন্য রাখা হয়েছিল। শুক্রবার রাত পর্যন্ত সাধারণ ভোটার, কর্মী ও সমর্থকরা ক্যাম্পে ছিল। রাত ১টার দিকে তারা যার যার মতো বাড়ি চলে যান। ভোরের দিকে কে বা কারা নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পর্দা ও ব্যানার পুড়িয়ে গেছে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুনে ওই ক্যাম্পের কিছু ব্যানার ও পর্দা পুড়ে গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শিহাব খান/আরকে