নারায়ণগঞ্জে কক্সবাজারগামী বাসে বোমাসদৃশ বস্তুর সন্ধান
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। সিদ্ধিরগঞ্জের মৌচাকে কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের গাড়ির ভেতরে এটি পাওয়া গেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে৷ বস্তুটি বোমা কি না, তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক৷
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে৷ বস্তুটি বোমা কি না, তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক৷
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের এক যাত্রী বোমাসদৃশ ওই বস্তু দেখতে পেয়ে সবাইকে জানান৷ মুহূর্তেই বাস থেকে সকলে নেমে যান। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বস্তুটি বোমা কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে৷
এর আগে সন্ধ্যায় জেলার ফতুল্লার পঞ্চবটিতে একটা পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
এমএএস