নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। সিদ্ধিরগঞ্জের মৌচাকে কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের গাড়ির ভেতরে এটি পাওয়া গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে৷ বস্তুটি বোমা কি না, তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক৷ 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের এক যাত্রী বোমাসদৃশ ওই বস্তু দেখতে পেয়ে সবাইকে জানান৷ মুহূর্তেই বাস থেকে সকলে নেমে যান। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বস্তুটি বোমা কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে৷ 
 
এর আগে সন্ধ্যায় জেলার ফতুল্লার পঞ্চবটিতে একটা পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
এমএএস