রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ান জাহাজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি আনকা সান। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি। এ জাহাজে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ৭২৭ টন মেশিনারিজ পণ্য রয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট খুলনার ম্যানেজার সাধন কুমার বলেন, গত ৩ ডিসেম্বর রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি আনকা সান। এরপর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি।
বিজ্ঞাপন
জাহাজটিতে ১ হাজার ৭২৭ টন মেশিনারিজ পণ্য রয়েছে। পণ্য খালাস শেষে এই পণ্যগুলো সড়কপথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।
শেখ আবু তালেব/এএএ