নারায়ণগঞ্জে পিকআপে অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পঞ্চবটি রহমান নিটওয়্যারের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ করেই একটি পিকআপে আগুন জ্বলতে দেখা যায়। পরে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফতুল্লা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এহসানুল হক ঢাকা পোস্টকে বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে।
ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া ঢাকা পোস্টকে বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এএএ