স্বতন্ত্র প্রার্থীর অভিযোগে গোপালপুর থানার ওসি প্রত্যাহার
টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রত্যাহার করতে নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে গতকাল বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে গোপালপুর থানার ওসি মো. জিয়াউল মোর্শেদকে প্রত্যাহার করে সেখানে অন্য একজন কর্মকর্তাকে পদায়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু সম্প্রতি গোপালপুর থানার ওসি মো. জিয়াউল মোর্শেদের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর লিখিত বিভিন্ন অভিযোগ দিয়েছিলেন।
অভিজিৎ ঘোষ/আরএআর