১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিন বাতি অস্পষ্ট হয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম বলেন, বুধবার সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ৯টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ছোট বড় ১৭টি ফেরি রয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কিছুটা সিরিয়াল তৈরি হয়েছে।
এনায়েতপুরী ফেরির যাত্রী হেলাল মাহমুদ ও মাহফুজুর রহমান বলেন, রাজবাড়ী থেকে জরুরি কাজে ঢাকা গিয়েছিলাম। কাজ সেরে আবার রওনা হয়ে রাত সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ঘাটে এসে ফেরিতে উঠি দৌলতদিয়ায় যাওয়ার জন্য। ফেরিতে ওঠার পর ফেরির লোকজন ডালা আটকিয়ে আমাদের বলে কুয়াশার কারণে ফেরি বন্ধ হয়ে গেছে। সারা রাত ফেরির মধ্যে ছিলাম। শীতে কষ্ট করতে হয়েছে। খাওয়া-দাওয়া ফেরিতে করতে হয়েছে। কিন্তু প্রতিটি খাবারের দাম দ্বিগুণ। আমরা মনে করি ফেরিতে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা উচিত। কারণ ফেরির ব্যবসায়িদের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে চলে আসছে। দ্রব্যমূল্য বেশি রেখে তারা সাধারণ মানুষের পকেট কাটছে।
মীর সামসুজ্জামান সৌরভ/জেডএস