একই রাতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের লালপুরে একই এলাকায় নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ জানুয়ারি) রাতে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুরে বাজারে এই আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুল এবং স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আবুল কালাম আজাদের নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুরে বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে থাকা সামিয়ানা পুড়ে যায়। অন্যদিকে ওই রাতেই পাশে থাকা নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে নৌকার ক্যাম্পে থাকা টেবিলের কাপড় পুড়ে যায়। পরে সকালে উভয় প্রার্থীর নেতাকর্মীরা ক্যাম্পে এলে পরিস্থিতি দেখে পুলিশে খবর দেয়।
বিজ্ঞাপন
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গোলাম রাব্বানী/আরকে