সরকারি কর্মকর্তাদের নৌকার পক্ষে কাজ করার অভিযোগ
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের লালপুর উপজেলায় কর্মরত ৩ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে।
সোমবার (১ জানুয়ারি) সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন এ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
বিজ্ঞাপন
অভিযোগে তিনি তিনজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নৌকার পক্ষে কাজ করার অভিযোগ করেন। তারা হলেন লালপুর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, লালপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রবিন আহমেদ ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাড. আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, সরকারি কর্মকর্তারা কোনো প্রার্থীর হয়ে কাজ করবে এটা কখনোই কাম্য নয়। আমি যাদের নামে অভিযোগ করেছি তাদের সঙ্গে বর্তমান সংসদ সদস্যের অবৈধ অর্থের লেনদেন রয়েছে। ফলে তারা যদি নির্বাচনের দায়িত্ব থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনে বাধাগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, নতুন ইউএনও মহোদয় এসেছেন। তিনি ওই কর্মকর্তাদের সম্পর্কে যথেষ্ট জানেন না। তারা যাতে নির্বাচনী কোনো দায়িত্বে না থাকে এজন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন আখতার ঢাকা পোস্টকে বলেন, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
গোলাম রাব্বানী/এএএ