মাঠে পড়ে ছিল দুই ভাইয়ের গলাকাটা মরদেহ
মাগুরার মহম্মদপুরে দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের একটি মাঠ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- পানিঘাটা গ্রামের মন্জুরুল মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩৩) ও হৃদয় মোল্লা (১৯)।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৩০ ডিসেম্বর) রাতে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে সবুজ ও তার ভাই হৃদয়কে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন রাত থেকে তাদের খোঁজাখুঁজি করছিলেন। সকালে স্থানীয় লোকজন পানিঘাটা গ্রামের একটি মাঠে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতদের মধ্যে সবুজ মোল্লা কৃষিকাজ ও মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আর তার ছোট ভাই হৃদয় শিক্ষার্থী ছিল।
মহম্মদপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
মোহাম্মদ মিলন/এমজেইউ