নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ঈগল প্রতীকের প্রার্থী মো. আখতারুজ্জামান। তিনি সরে গিয়ে কাঁচি প্রতীকের গোলাম রাব্বানীকে সমর্থন দেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান আখতারুজ্জামান। তার পাশে কাঁচি প্রতীকের গোলাম রাব্বানীও ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আখতারুজ্জামান বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। ইতোমধ্যে আপনারা জানেন, নানান চড়াই-উতরাই পেরিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, নির্বাচন কমিশন এবং হাইকোর্টে আমার মনোনয়ন বাতিল হওয়ার পর সুপ্রিমকোর্ট থেকে মনোনয়ন ফেরত পাই। নির্বাচনে গিয়ে আমার উপলব্ধি হয়েছে যে, আমার ও কাঁচি প্রতীকের গোলাম রাব্বানীর উদ্দেশ্য গোদাগাড়ী ও তানোরকে রাহুমুক্ত করতে হবে। আর আমরা দুইজন যদি প্রতিযোগিতা করতে যাই তাহলে রাহুমুক্ত হওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, যেহেতু উনি আমার বড় ভাই, দীর্ঘদিন ধরে তিনি এটা প্রত্যাশা করে আছেন। তাই তাকে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে আসলাম। আমি আমার সর্বোচ্চ, মেধা, শ্রম ও আমার নেতাকর্মীসহ গোলাম রাব্বানীর পক্ষে অবস্থান নিয়ে তাকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করবো। আমি বিশ্বাস করি, গোদাগাড়ী-তানোরবাসী আমাদের আহ্বানে সাড়া দিয়ে আগামী ৭ জানুয়ারি গোলাম রাব্বানীর মার্কা কাঁচি মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন।

যেহেতু প্রতীক বরাদ্দের পর আর কোনো প্রার্থী অফিসিয়ালি প্রত্যাহারের সুযোগ নেই। তাই আপনাদের মাধ্যমে আমার নির্বাচন থেকে সরে এসে কাঁচি প্রতীকে সমর্থন দেওয়ার বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

এ সময় কাঁচি প্রতিকের গোলাম রাব্বানী বলেন, তানোর-গোদাগাড়ীর উন্নয়নে একসঙ্গে কাজ করব। এই আসনে বর্তমান এমপি ছাড়া আরও দুইজন প্রার্থী রয়েছে। এরমধ্যে বেলুন প্রতীকের ডালিয়ার সঙ্গে কথা হয়েছে। ট্রাক প্রতীকের মাহিয়া মাহির সঙ্গেও কথা বলবো। আমাকে সমর্থন দেওয়ার জন্য তাদের বলবো।

শাহিনুল আশিক/এএএ