ঠাকুরগাঁও-১
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা
দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আখতার মোল্লা। রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে তিনি উচ্চ আদালতে আপিল করেন প্রার্থিতা ফিরে পেতে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আবেদনের শুনানি শেষে সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় তাকে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আখতার মোল্লা বলেন, দীর্ঘ ২৪ দিন আইনি লড়াইয়ের পরে প্রার্থীতা ফিরে পেয়েছি। প্রার্থিতা ফিরে পেতে ৫ ডিসেম্বর থেকে লড়াই করছি। আমি আশাবাদী ছিলাম, শেষ পর্যন্ত আমার জয় হলো।
তিনি বলেন, আমার বিশ্বাস ঠাকুরগাঁওয়ের মানুষ আমাকে তাদের ভোট দিয়ে বিজয়ী করবে। আমি সবার কাছে দোয়া চাই সবাই যেন আমাকে ভোট দিয়ে নির্বাচনে তাদের সেবা করার সুযোগ করে দেন।
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এক পার্সেন্ট ভোটারের সমর্থন কম দেখানোর অভিযোগে তাহমিনার মনোনয়নপত্র বাতিল করে দেয়।
আরিফ হাসান/এএএ