ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় আটক ৩
রংপুর মহানগরীতে ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা অনিবন্ধিত রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড এলাকায় ভোট বর্জনের আহ্বানে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করছিল এবি পার্টির সদস্যরা। খবর পেয়ে সেখানে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাদের কোতোয়ালি থানায় নেওয়া হয়।
আরও পড়ুন
আটকরা হলেন- নগরীর তাজহাট আশরতপুর চকবাজার এলাকার মৃত আব্দুস সালামের ছেলে হাসিব ওরফে ফিরোজ (৩৪), আশরতপুর ঈদগাহ মাঠ এলাকার মকবুল হোসেনের ছেলে ফজলুল করিম (৪০) ও আশরতপুর পার্কের মোড় এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাহফুজার রহমান (৩৩)।
এদিকে বুধবার দুপুরে নগরীর সিওবাজার এলাকায় মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।
আরপিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করায় তিনজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তারা সবাই এবি পার্টির সদস্য। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ফরহাদুজ্জামান ফারুক/পিএইচ