আচরণবিধি লঙ্ঘন, সালাম মুর্শেদীকে তলব
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীকে আদালতে তলব করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) খুলনা-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ তানিয়া সুলতানা লিপি এ আদেশ দেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সালাম মুর্শেদীকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আদেশে বলা হয়েছে, আপনি আব্দুস সালাম মুর্শেদী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০২ খুলনা-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত মাপের সাদা-কালো পোস্টার ও ব্যানারের পরিবর্তে অতিরিক্ত মাপের রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহার করেছেন।
এ ছাড়া গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার নৈহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডসহ রূপসা উপজেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক, মোটরসাইকেলযোগে মিছিল ও শোডাউন করে সাধারণ জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন; যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর (ক) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আপনার উক্ত আচরণবিধি লঙ্ঘনজনিত কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। যা নির্বাচন কমিশন কর্তৃক গঠিত অত্র অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে।
এ অবস্থায় আপনার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রকাশ করা হবে না-মর্মে ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টার সময় আপনাকে সিনিয়র সহকারী জজ, ডুমুরিয়া আদালত, খুলনায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
মোহাম্মদ মিলন/এএএ