সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা ভোট বর্জনের ডাক দিচ্ছে তারা সংখ্যায় নগণ্য। তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট নিয়ে গুজব ছড়াচ্ছে। যারা বর্জনের ডাক দিয়েছে তারাও চুপিচুপি এসে নির্বাচনের দিন ভোট দেবে। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব মন্তব্য করেন। 

নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে ভোটারদের শতভাগ নিরাপত্তা দেওয়া হবে। ভোটারদের ভয়ের কোনো কারণ নেই। সরকার ও নির্বাচন কমিশন ভোটারদের নিরাপত্তার জন্য সচেষ্ট আছে।

তিনি আরও বলেন, সিপিডি ঘরে বসে আজগুবি অঙ্ক কষে বাহবা পাওয়ার আশায়। বাস্তবিক তথ্যগুলো থাকলে সরকার সঠিক পদক্ষেপ নিতে পারতো।

প্রসঙ্গত, ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও সিলেট-১ আসনে আরও চার প্রার্থী নির্বাচন করছেন। তারা হলেন, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল বাছিত।

সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৩৩ জন, নারী ভোটার ৩ লাখ ৩ হাজার ১৮১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।

মাসুদ আহমদ রনি/আরকে